Home » Open the lock of the CALCAREA CARB with its original key(ক্যালকেরিয়া কার্বের তালা খুলুন তার আসল চাবি দিয়ে)

Open the lock of the CALCAREA CARB with its original key(ক্যালকেরিয়া কার্বের তালা খুলুন তার আসল চাবি দিয়ে)

ক্যালকেরিয়া কার্বের অল্প কয়েকটি উচ্চ পর্যায়ের শক্তিশালী ব্যাক্তিস্বাতন্ত্রীকরণ লক্ষণ দিয়ে শত শত রোগের চিকিতসা করা সম্ভব (By providing a few powerful levels of autonomy, it is possible to treat hundreds of diseases of CALCAREA CARB).

by Homoeopathist Afjal Islam
  • Thinking is difficult.-কোন ব্যাপারে চিন্তা করা তার জন্য ভীষণ কষ্টকর , কঠিন এবং যন্ত্রণাদায়ক । বিশেষ করে তার রোগ ও অন্যান্য বিপদের চিন্তাসমূহ ।
  • Visions of faces and persons, when eyes are closed.-চোখ বন্ধ করলেই বিভিন্ন আকৃতি , চেহারা , প্রতিমূর্তি ভেসে উঠে মনের চোখে ।
  • Fears she will lose her reason, or that people will observe her confusion of mind.-সে ভয় পায় যে তার যৌক্তিক জ্ঞান-বুদ্ধি-বিবেক হারিয়ে অস্বাভাবিক হয়ে যাবে ,অথবা মানুষজন তার মনের অনিশ্চিত অবস্থা বুঝে ফেলবে ।
  • Anxiety, shuddering and dread as soon as evening comes on, with fear of death ; torments those around him day and night.-সন্ধ্যা ঘনিয়ে আসলেই মৃত্যভয় সহ উদবিগ্নতা , থরথর করে কাপুনি এবং ভীত-সন্ত্রস্ত অবস্থা ; এ অবস্থা থেকে আশেপাশের সবাইকে চরম যন্ত্রণা দেই , বিরক্ত করে ।
  • Great anxiety, restlessness and palpitation.-ভয়াবহ রকমের উদবিগ্নতা ,অস্থিরতা এবং হৃদস্পন্দন ।
  • Despairing ; hopeless of ever getting well ; with fear of death, tormenting all around day and night.-হতাশা ;সুস্থ হওয়ার ব্যাপারে আশাহীন হয়ে যায় ;তার সাথে মরণের ভয়;দিনরাত ক্রমাগত অস্থিরতা ও যন্ত্রণা ।
  • Children self-willed, inclined to grow fat.-শিশুরা ভীষণ একগুয়ে ধরনের বা নিজের ইচ্ছার উপর শক্তভাবে অটল থাকে,দিন দিন মোটা হওয়ার প্রবণতা উল্লেখযোগ্য । 
  • After exerting mind : hyperemia of head ; chorea ; trembling spells.-অধিকতর মানসিক পরিশ্রমের পর-মস্তিষ্কে রক্তের প্রবাহ ও চাপ বেড়ে যায় ;কোরিয়া বা ঝাকুনি রোগ দেখা দেয় ;শরীরে অনিয়ন্ত্রিত কম্পন দেখা দেয় ।  
  • Excitement brings on dysmennorrhœa ; least excitement endangers return of catamenia, or causes metrorrhagia.-ব্যাথাযুক্ত মাসিক স্রাবের সময় মানসিক উত্তেজনা ;সামান্য উত্তেজনা থেকে ক্যাটামেনিয়া বা মাত্রাহীন মাসিক স্রাবের আগমন;অথবা ম্যাটরোরেজিয়া বা জরায়ুর অতিরিক্ত রক্তক্ষরণ ।

Taken from Constantine Hering’s Guiding Symptoms – All Mental Red Line Symptoms –

 

You may also like

Leave a Comment

Skip to content