- Thinking is difficult.-কোন ব্যাপারে চিন্তা করা তার জন্য ভীষণ কষ্টকর , কঠিন এবং যন্ত্রণাদায়ক । বিশেষ করে তার রোগ ও অন্যান্য বিপদের চিন্তাসমূহ ।
- Visions of faces and persons, when eyes are closed.-চোখ বন্ধ করলেই বিভিন্ন আকৃতি , চেহারা , প্রতিমূর্তি ভেসে উঠে মনের চোখে ।
- Fears she will lose her reason, or that people will observe her confusion of mind.-সে ভয় পায় যে তার যৌক্তিক জ্ঞান-বুদ্ধি-বিবেক হারিয়ে অস্বাভাবিক হয়ে যাবে ,অথবা মানুষজন তার মনের অনিশ্চিত অবস্থা বুঝে ফেলবে ।
- Anxiety, shuddering and dread as soon as evening comes on, with fear of death ; torments those around him day and night.-সন্ধ্যা ঘনিয়ে আসলেই মৃত্যভয় সহ উদবিগ্নতা , থরথর করে কাপুনি এবং ভীত-সন্ত্রস্ত অবস্থা ; এ অবস্থা থেকে আশেপাশের সবাইকে চরম যন্ত্রণা দেই , বিরক্ত করে ।
- Great anxiety, restlessness and palpitation.-ভয়াবহ রকমের উদবিগ্নতা ,অস্থিরতা এবং হৃদস্পন্দন ।
- Despairing ; hopeless of ever getting well ; with fear of death, tormenting all around day and night.-হতাশা ;সুস্থ হওয়ার ব্যাপারে আশাহীন হয়ে যায় ;তার সাথে মরণের ভয়;দিনরাত ক্রমাগত অস্থিরতা ও যন্ত্রণা ।
- Children self-willed, inclined to grow fat.-শিশুরা ভীষণ একগুয়ে ধরনের বা নিজের ইচ্ছার উপর শক্তভাবে অটল থাকে,দিন দিন মোটা হওয়ার প্রবণতা উল্লেখযোগ্য ।
- After exerting mind : hyperemia of head ; chorea ; trembling spells.-অধিকতর মানসিক পরিশ্রমের পর-মস্তিষ্কে রক্তের প্রবাহ ও চাপ বেড়ে যায় ;কোরিয়া বা ঝাকুনি রোগ দেখা দেয় ;শরীরে অনিয়ন্ত্রিত কম্পন দেখা দেয় ।
- Excitement brings on dysmennorrhœa ; least excitement endangers return of catamenia, or causes metrorrhagia.-ব্যাথাযুক্ত মাসিক স্রাবের সময় মানসিক উত্তেজনা ;সামান্য উত্তেজনা থেকে ক্যাটামেনিয়া বা মাত্রাহীন মাসিক স্রাবের আগমন;অথবা ম্যাটরোরেজিয়া বা জরায়ুর অতিরিক্ত রক্তক্ষরণ ।
Taken from Constantine Hering’s Guiding Symptoms – All Mental Red Line Symptoms –