Home » A Harmonious Trio: Aconite, Arsenic, and Belladonna for Acute Disease Relief

A Harmonious Trio: Aconite, Arsenic, and Belladonna for Acute Disease Relief

Navigating Acute Medical Care: Understanding and Perspectives

by Homoeopathist Afjal Islam

যে কোন একিউট কন্ডিশন যখন ভয়ানক, অনিয়ন্ত্রিত, আক্রমণাত্মক, আকস্মিক টাইপের হয়,,, তখন একোনাইট বা আর্সেনিক এলবাম এর রোগী না হলে বেলেডোনা সবচেয়ে বেশি উপকারী এবং উপযোগী মেডিসিন হতে পারে । অন্তত একিউট আক্রমণ রোধ করার জন্য বেলেডোনা এক্ষেত্রে অসাধারণ মেডিসিন ।।।।

আকস্মিক ধরনের রোগে অতিরিক্ত উদবিগ্নতা ও অস্থিরতা থাকলে এবং তার সাথে মরে যাওয়ার ভয় বা মরে যাবে এরকম প্রকট অনুভূতি থাকলে একোনাইট এবং আর্সেনিক ভালো কাজে আসে ।

একোনাইটে মানসিক অস্থিরতাই প্রধান ব্যাপার ।তার সাথে একিউট কষ্টের তীব্রতা বা ব্যথা থাকে । হটাত কোন আগাম বার্তা ছাড়াই রোগের উতপত্তি হয় । ঠান্ডা বাতাসের প্রবাহ , আকস্মিক ভয় বা ঋতু পরিবর্তনে আকস্মিকভাবে রোগের তীব্র গতিতে বহিঃপ্রকাশ ঘটলে ,মৃত্যু ছাড়া তার আর কোন গত্যন্তর নেই এই আশংকা ,অনুভূতি , ভয় কাজ করলে একোনাইট যেকোন একিউট রোগাবস্থায় প্রয়োগ করা যায় । অথবা ক্রনিক রোগের এরকম পূর্ব সংকেত ছাড়াই একিউট উচ্ছাসে মেডিসিনটি চমতকার ফল দর্শাবে । একিউট অবস্থায় তীব্রতর পানির পিপাসা থাকলে উল্লেখিত লক্ষণগুলো একোনাইটের পক্ষে আরও জোরালো আবেদন জানায় । 

 

  • আর্সেনিক এলবামের ব্যাপারটা একোনাইট থেকে আরও যথেষ্ট ভিন্ন । একিউট রোগে আর্সেনিক রোগী একই সাথে শারীরিক ও মানসিকভাবে অস্থির , অধৈর্য্য ও তীব্রতর উদবিগ্ম থাকে । তার সাথে থাকে ভীষণ দুর্বলতা ।গভীর দুর্বলতা আর্সেনিকের সার্বদৈহিক ও নিশ্চিত লক্ষণ যার উপস্থিতিতে একোনাইট ও আর্সেনিক সহজেই আলাদা হয়ে যায় । আর্সেনিকামে ক্ষুধামন্দা থাকলেও পানির পিপাসা জোরালোভাবে থাকে । খুব অল্প পরিমাণ পানি পান করে – ঘন ঘন পান করে । একোনাইটে একটু বেশিই পান করে-সময়ের ব্যবধান আরও বেশি থাকে ।প্যাথলজিতে জ্বালাকর ব্যথা থাকা আর্সেনিকামে অনেক কমন বিষয় ।গলা,পাকস্থলী এবং নিচের পেটে একিউট রোগের সহিত জ্বালাকর যন্ত্রণা থাকে মাঝেমধ্যই । 
  • আর্সেনিকের রোগী একিউট কন্ডিশনে বমি , বমির উদ্রেগ ডায়রিয়ার সমস্যায় ভুগে । তার সাথে অকল্পনীয় দুর্বলতা , ভয় , অস্থিরতা ইত্যাদি থাকে । তারা একা থাকতে ভয় পায় । এজন্য বারবার সংগীর সংস্পর্শ চায় । রোগ আরোগ্য বা উদবিগ্নতার ব্যাপারে নিশ্চিত আশ্বস্তা চায় । রাতে বা মধ্য রাতে রোগের উত্তপত্তি বা বৃদ্ধি ঘটে ।
  • তাদের চামড়া ঠান্ডা , চটচটে থাকে । সমস্ত শরীরে শীত বেশি লাগে । এজন্য তারা শীত কাতর রোগী হয় ।কিন্তু আর্সেনিকের মাথায় গরম বেশি লাগে । শারীরিক প্রচন্ড শীতাবস্থায়ও মস্তকের গরম কাতরতা মেডিসিনটির বিশেষ বৈশিষ্ট্য হতে পারে ।

 

    • বেলেডোনার একিউট জ্বর , ব্যথা , প্রদাহ , ইনেফেকশনিত যেকোন রোগ একোননাইটের মতো এতোটা হটাত শুরু হয়েই ভয়ংকর রুপ ধারণ করেনা সাধারণত । রোগের আসার পর কিছু সময় পার হয়ে যায় যখন তেমন তীব্রতর লক্ষণ প্রকাশ পায়না । কিছু সময় পর্যন্ত বেলেডোনার রোগী তার রোগটাকে পাত্তা দিতে চায়না । কিন্তু এর পর হটাত করেই রোগের ভীত নড়ে উঠে । সবকিছু উলটপালট হয়ে যায় ।রোগের তীব্রতা ভয়ংকর রপ নেয় । রক্তের প্রবাহ বেড়ে যায় নির্দিষ্ট প্যাথলজিতে । উত্তাপ দেখা দেয় । প্রলাপ অবস্থা সহ ভীষণ জ্বর । খিচুনি আসার উপক্রম হয় বা খিচুনী অলরেডি এসে যায় । তীব্র একিউট কন্ডিশনে রোগীর উম্মত্ততা , প্রলাপ , পাগলামি , গোংগানি , অস্থিরতা , জ্ঞান হারানোর অবস্থা হয় । প্রদাহিত স্থানে তাপ ও চাপবোধ বা দপদপানি ব্যথা ও রক্তিম রঙ ধারণ করে । সামান্যকাল পূর্বেও যার রোগের ব্যাপারে কোন গুরুত্ব ছিলোনা ,হাসি , খেলাধুলা , আনন্দ-বিনোদন যার মধ্য একদম স্পষ্ট ছিলো , আকস্মিক রোগের তীব্রতায় রোগীর সকল আন্দন্দ-উচ্ছাস-হালকাভাব সবই হারিয়ে গেছে । 
    • আলো সহ্য করতে পারেনা ।সূর্যের আলোতে তার অতি-স্পর্শকাতরতা । এর সাথে উপস্থিত থাকে ঠান্ডা হাত-পা সহ উত্তপ্ত মস্তক এবং /অথবা  প্রদাহের ঝাকুনি , স্পর্শকাতর ব্যথা , দপদপানি , আকস্মিকতা ,রক্তিম বর্ণ ।জ্বরের চরম অবস্থায়ও তৃষ্ণাহীনতা বেলেডোনার একটি অদ্ভুত গুরুত্বপূর্ণ লক্ষণ । প্রদাহিত স্থানে ঝিলিকবত ব্যথা,খিচুনী , গলা ব্যথা, মিউকাস মেমব্রেনের শুষ্কতা ইত্যদি গুরুত্বপুর্ণ লক্ষণ বেলেডোনার একিউট অবস্থায় সচরাচর পাওয়া যায় ।ব্যথাযুক্ত অংগে সামান্য ঝাকুনি লাগলেই অসহনীয় কষ্ট হয় বেলেডোনার রোগীর । 

 

In acute disease exacerbations, Aconite, Arsenic, and Belladonna offer relief through their distinct therapeutic properties. Aconite is beneficial in the early stages of infection, especially when symptoms manifest suddenly. Arsenic addresses symptoms of anxiety and fear, providing comfort during stressful times. Belladonna is effective for conditions marked by sudden onset, inflammation, and intense symptoms. Together, these remedies form a harmonious trio, alleviating acute exacerbations and restoring balance to the body.

  • ACONITE NAPELLUS:

    • SUDDEN ONSET OF ILLNESS FOLLOWING EXPOSURE TO COLD, DRY WINDS.
    • FEVER WITH INTENSE HEAT AND THIRST.
    • ANXIETY, RESTLESSNESS, AND FEAR OF DEATH.
    • PAIN, ESPECIALLY SHARP OR SHOOTING, IN EARLY STAGES OF INFLAMMATION.
    • DRY, HOT SKIN WITH BURNING SENSATION.
    • PALPITATIONS WITH ANXIETY AND FEAR.
    • DRY, CROUPY COUGH, OFTEN AFTER EXPOSURE TO COLD AIR.
    • INTENSE THIRST FOR COLD WATER DURING FEVER.
    • FLUSHED FACE WITH DILATED PUPILS.
    • NUMBNESS AND TINGLING IN AFFLICTED AREA.
  • ARSENICUM ALBUM:

    • ANXIETY AND RESTLESSNESS, WORRYING ABOUT HEALTH.
    • BURNING PAINS, ESPECIALLY IN STOMACH AND CHEST.
    • INTENSE THIRST FOR SMALL SIPS OF WATER, DESPITE NAUSEA.
    • CHILLINESS AND COLDNESS, YET RELIEVED BY WARMTH.
    • WEAKNESS AND PROSTRATION, OFTEN WORSENED AT NIGHT.
    • VOMITING AND DIARRHEA, WITH BURNING PAINS AND FEAR OF DEATH.
    • OBSESSIVE-COMPULSIVE BEHAVIOR, DESIRING ORDER AND CLEANLINESS.
    • RESTLESS SLEEP, WITH DISTURBING DREAMS.
    • ANGUISH AND DESPAIR, FEELING HELPLESS AND ISOLATED.
    • SENSITIVITY TO NOISE AND LIGHT.
  • BELLADONNA:

    • SUDDEN, VIOLENT ONSET OF SYMPTOMS, OFTEN FOLLOWING EXPOSURE TO COLD OR HEAT.
    • FEVER WITH FLUSHED FACE AND DILATED PUPILS.
    • THROBBING, PULSATING PAINS, ESPECIALLY IN HEAD AND THROAT.
    • DELIRIUM WITH HALLUCINATIONS, SEEING IMAGINARY OBJECTS.
    • SENSITIVITY TO LIGHT, NOISE, AND TOUCH.
    • DRYNESS OF MOUTH AND THROAT, WITH LACK OF THIRST.
    • SPASMODIC COUGH, WORSE AT NIGHT.
    • SKIN HOT TO TOUCH, OFTEN WITH SCARLET RASH OR ERYTHEMA.
    • JERKY, INCOORDINATE MOVEMENTS, WITH TREMORS AND CONVULSIONS.
    • SENSATION OF SWELLING AND FULLNESS IN HEAD AND THROAT.

You may also like

Leave a Comment

Skip to content