Delusions in homeopathy refer to false or exaggerated beliefs or feelings that are perceived as true by an individual. These ideas can be associated with both the mind and body, influencing one’s perception of reality. It’s important to note that delusions can affect anyone, not just those with mental illness; even individuals who appear “normal” may experience them. By carefully observing a patient’s speech, actions, beliefs, and body language, homeopathic practitioners can gauge the type and severity of delusions present. Acute delusions are particularly significant in guiding the selection of appropriate homeopathic remedies. Therefore, it is essential for every homeopathic physician to maintain keen observation of both the patient’s symptoms and the characteristic properties of homeopathic medicines.
#AGARICUS
- Feels like a great person or has feelings of greatness
- Delusion of grandeur
- এগারিকাস ব্যক্তি নিজেকে অনেক বড় , শ্রেষ্ঠ , ব্যাতিক্রম ও উচ্চ পর্যায়ের মানুষ হিসেবে বিবেচনা করে ।
Keynote Symptoms:
- Intense itching, as if bugs are crawling on the skin
- Twitching or jerking of muscles, especially in the face
- Shooting pains along nerves, like electric shocks
- এগারিকাসে তীব্র চুলকানির সহিত চামড়ার উপর কিছু একটা হাটাহাটি করছে এরকম অনুভূতি কাজ করে ।
- শরীরের বিভিন্ন অংশের মাসলসে ঝাকুনি হয় , কম্পন হয় -বিশেষ করে চেহারার পেশীতে তা উল্লেখযোগ্য ।
- ইলেট্রিক শকের মতো চিড়িক মারা বা বিদ্ধকর স্নায়ুবিক ব্যথা হয় এগারিকাসে ।
#CANNABIS INDICA
- Feels like a great person or has feelings of greatness
- Delusion of superiority
- ক্যানাবিস ইন্ডিকাতে নিজেকে উচ্চ ও শ্রেষ্ঠ মানুষ মনে করার অনুভূতি আছে । সবার থেকে উপরে তার অবস্থান এরকম ভাবনা ।
Keynote Symptoms:
- Heightened sensory perception, with vivid colors and sounds
- Paranoia or delusions, feeling as if someone is watching or plotting against them
- Sudden bursts of laughter or giggling, without apparent reason
- ক্যানাবিস ইন্ডিকাতে স্নায়ুবিক অনুভূতিগুলো অত্যধিক কাজ করে-বিভিন্ন শব্দ ও রঙের অনুভূতিতে তীব্রতা দেখা দেয় ।
- কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র বা ক্ষতি করার পরিকল্পনা করছে এরকম অনুভূতি বা বিভ্রান্তি কাজ করে ।
- যৌক্তিক কোন কারণ ব্যাতিরেকেই হটাত হিহি করে বা অদ্ভূতভাবে হাসি দেয়- যা বোকার মতো বা স্নায়ুবিক হাসি ।
#CONIUM
- Feels like a great person or has feelings of greatness
- Delusion of grandeur
- কোনিয়াম ব্যক্তি নিজেকে অনেক বড় , শ্রেষ্ঠ , ব্যাতিক্রম ও উচ্চ পর্যায়ের মানুষ হিসেবে বিবেচনা করে ।
Keynote Symptoms:
- Weakness and trembling of the limbs, especially the lower extremities
- Hard, enlarged glands, especially in the neck
- Vertigo when turning in bed or looking up
- কোনিয়ামে অঙ্গ-প্রত্যঙ্গ দুর্বল ও কম্পন থাকে । বিশেষ করে নিম্নাংগ ।
- শক্ত বেড়ে যাওয়া গ্লান্ডের সমস্যা থাকে , বিশেষ করে ঘাড়ের উপরে ।
- মাথায় ঘুর্ণয়ন থাকে , যখন বিছানায় মাথা ঘুরাতে চাই বা উপরের দিকে দৃষ্টিপাত করে ।
#GRAPHITES
- Feels like a great person or has feelings of greatness
- Delusion of being distinguished or special
- গ্রাফাইটিসে নিজেকে উচ্চ ও শ্রেষ্ঠ মানুষ মনে করার অনুভূতি আছে । নিজেকে বিখ্যাত ও বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচনা করে ।
Keynote Symptoms:
- Dry, cracked skin, especially behind the ears and on the hands
- Thick, sticky discharges from mucous membranes
- Constipation with large, difficult stools
- চামড়া ফেটে যায় , শুষ্ক থাকে-বিশেষ করে কানের পিছনে এবং হাতের চামড়ায়।
- মোটা/গাঢ় , চটচটে ধরনের ক্ষরণ হয় মিউকাস মেমব্রেণ থেকে ।
- কোষ্ঠবদ্ধতা – বড় আকৃতির কষ্টদায়ক মল ।
#HYOSCYAMUS
- Feels like a great person or has feelings of greatness
- Delusion of being a distinguished or important person
- হায়োসায়ামাসে নিজেকে উচ্চ ও শ্রেষ্ঠ মানুষ মনে করার অনুভূতি আছে । নিজেকে বিখ্যাত ও বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচনা করে ।
Keynote Symptoms:
- Restlessness and agitation, especially at night
- Jealousy and suspicion, with fear of being poisoned
- Involuntary laughter or singing, with mania and delirium
- হায়োসায়ামাসে অনেক অস্থিরতা ও অশান্তিবোধ থাকে । বিশেষভাবে রাতে হয়।
- ঈর্ষা এবং সন্দেহ – তার সহিত কেউ তাকে ক্ষতিকর কিছু বা বিষ প্রয়োগ করবে এরকম ভয় থাকে ।
- ইচ্ছাহীন হাসি / অনিচ্ছাকৃত হাসি বা গান করার প্রবণতা -তার সাথে প্রলাপ ও পাগলামি প্রবৃত্তি ।
#LACHESIS
- Feels like a great person or has feelings of greatness
- Delusion of grandeur
- ল্যাকেসিস ব্যক্তি নিজেকে অনেক বড় , শ্রেষ্ঠ , ব্যাতিক্রম ও উচ্চ পর্যায়ের মানুষ হিসেবে বিবেচনা করে ।
Keynote Symptoms:
- Left-sided symptoms or complaints worsened by pressure or tight clothing
- Intense jealousy and suspicion, especially in relationships
- Palpitations and hot flushes, with a sensation of suffocation
- বাম পাশের রোগ – চাপ প্রয়োগে বা আটোসাটো পোশাকে কষ্টের বৃদ্ধি ঘটে ।
- প্রচন্ড ঈর্ষাপরায়ন ও সন্দেহবাতিক মন – পারষ্পরিক সম্বন্ধতায় বা সম্পর্কের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় ।
- হৃদস্পন্দন ও উত্তপ্ত চর্মানুভূতি – এর সাথে থাকে দম আটকে যাওয়ার অনুভব ।
#PHOSPHORUS
- Feels like a great person or has feelings of greatness
- Delusion of being extraordinary or special
- ফসফরাস ব্যাক্তি নিজেকে উচ্চ ও শ্রেষ্ঠ মানুষ মনে করার অনুভূতি আছে । নিজেকে বিখ্যাত ও বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচনা করে ।
Keynote Symptoms:
- Burning pains, especially in the stomach and chest
- Bleeding tendencies, with easy bruising and nosebleeds
- Sensitivity to external impressions, such as noise and light
- জ্বালাকর অনুভূতি-পাকস্থলী ও বুকে বেশি হয় ।
- রক্তপাত হওয়ার প্রবণতা , সহজেই সামান্য আঘাত থেকেই নাক থেকে রক্ত ক্ষরণ হয় ।
#PLATINUM
- Feels like a great person or has feelings of greatness
- Delusion of superiority or being distinguished
- প্লাটিনাম নিজেকে উচ্চ ও শ্রেষ্ঠ মানুষ মনে করার অনুভূতি আছে । নিজেকে বিখ্যাত ও বিশেষ গুরুত্বপূর্ণ- সবার থেকে উপরে বিবেচনা করে।
Keynote Symptoms:
- Arrogance and disdain towards others, with a sense of superiority
- Sensation of a lump in the throat, as if choking
- Increased libido or sexual desire, with intense passion
- নিজেকে বড় মনে করে অহংকারী করে এবং অন্যকে ছোট করে প্লাটিনাম ব্যাক্তি ।
- গলার ভিতর একটা কিছু চাকা লাগার মতো অনুভূতি যেন তার কারণে বন্ধ হয়ে আসবে ।
- তীব্র যৌনকর্মের বাসনা ও তীব্র আবেগীয় তাড়না ।
#RUTA
- Feels like a great person or has feelings of greatness
- Delusion of being distinguished or special
- রুটা ব্যাক্তির নিজেকে উচ্চ ও শ্রেষ্ঠ মানুষ মনে করার অনুভূতি আছে । নিজেকে বিখ্যাত ও বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচনা করে ।
Keynote Symptoms:
- Bruised, sore sensation all over the body, as if beaten
- Stiffness and pain in the joints, especially after overexertion
- Eye strain with pain, especially from close work or reading
- প্রহার করার মতো থেতলানো , ক্ষতকর কাচা ব্যথা সমস্ত শরীরে –
- হাড়ের জোড়াগুলোতে আড়ষ্টতা ও ব্যথা- বিশেষ করে অতিরিক্ত কাজের ফলে তা দেখা যায় ।
- চোখের অতিরিক্ত চাপ ও কাজ থেকে ব্যথা- বিশেষত সূক্ষ্ম কাজ বা পড়াশোনা থেকে ।
#SYPHILINUM
- Feels like a great person or has feelings of greatness
- Delusion of grandeur
- সিফিলিনাম ব্যক্তি নিজেকে অনেক বড় , শ্রেষ্ঠ , ব্যাতিক্রম ও উচ্চ পর্যায়ের মানুষ হিসেবে বিবেচনা করে ।
Keynote Symptoms:
- History of past infections or sexual promiscuity
- Destructive tendencies, with self-destructive thoughts or actions
- Deep-seated fears and anxieties, with a sense of impending doom
- অতীতের কোন ইনফেকশান বা অনৈতিক যৌনকর্মের ইতিহাস ।
- ধবংসাত্নক কর্মপ্রবণতা এবং নিজেকে ধবংস করে ফেলার কল্পনা ও কর্মগ্রহণ ।
- গভীর ভয় ও উদবিগ্নতা – আসন্ন কোন ভয়ংকর বিপদের আশংকা ।
#VERATRUM VIRIDE
- Feels like a great person or has feelings of greatness
- Delusion of being superior or invincible
- ভিরেট্রাম ভিরিডিতে নিজেকে উচ্চ ও শ্রেষ্ঠ মানুষ মনে করার অনুভূতি আছে । নিজেকে সবার থেকে উপরে ও অপারেজয় মনে করে ।
Keynote Symptoms:
- Intense fever with violent chills and shivering
- Throbbing headache, especially in the temples
- Rapid, bounding pulse, with flushed face and dilated pupils
- তীব্র জ্বর ও কম্পন সহ প্রচণ্ড শীতানুভূতি ।
- দপদপানি মাথা ব্যথা – বিশেষ করে টেম্পলস বা দুই পাশের শিরাতে ।
- দ্রুত , স্পন্দিত নাড়ী, তার সহিত লালাভ উত্তপ্ত চেহারা ও বিস্ফোরিত চক্ষুতারকা ।